The news is by your side.

বিষাক্ত গ‍্যাস টাবলেট খেয়ে মানসিক রোগীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি.

আব্দুল মান্নান(৫৫) বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউপির তাজপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যান।

থানাও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল সোমবার ১৬ই জানুয়ারি রাত্রী আনুঃ ১০টায় আব্দুল মান্নান (৫৫) সকলের অগোচরে নিজ ঘরে থাকা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে এবং গোংড়ানোর আওয়াজ করলে   গোংড়ানোর আওয়াজ শুনে আব্দুল মান্নানের স্ত্রী মোছাঃ রেহেনাসহ আশে পাশের লোকজন আব্দুল মান্নান (৫৫)  সাথে সাথে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী  নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের করলে মঙ্গলবার ১৭ই জানু রাত আনুঃ ১২টা ৩০মিনিটে বাড়ির খোলাতে  মারা যায়।

খবর পেয়ে দুপুরে থানা পুলিশের এস আই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে  ঘটনাস্থলে আসেন এবং কিছুক্ষণ পরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নান  শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ ছিল। সে মাঝের মধ্যে আবোল তাবল কথা বলত। উক্ত রোগের চিকিৎসা অব্যাহত ছিল। তার এক ছেলে মোঃ আবু রায়হান ও মেয়ে মোছাঃ টুকটুটি আক্রার ঢাকায় গামেন্টেসে চাকুরি করে।

এ ব‍্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, নিহত আব্দুল মান্নান শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ ছিল বলে পরিবার জানায়।থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ পোস্টমর্টেমের জন‍্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট পেলে বিস্তারিত জানাযাবে। এ ব‍্যপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.