The news is by your side.

চিলমারীতে ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মেম্বারদের অভিযোগ

অভিযোগে উল্লেখ করা হয় ১৩/০৮/২০২২ইং ইউনিয়ন পরিষদের সভায় চেয়ারম্যান সাহেব টিসিবির ৮শত কার্ড গোপন করে ১ হাজার কার্ড পাওয়া গেছে বলে জানান। চলমান ৪টি প্রকল্প কাবিখা ও টিআর এর কোন প্রকার সভা না করে প্রকল্প তৈরি করে পিআইও অফিসে জমা দেন। এডিবির প্রকল্পের বিষয়ে পরিষদের কাউকে কিছুই জানানো হয়নি।

হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে পরিষদে আলোচনা না করে ট্যাক্স আদায় শুরু করেন। ইউপি সদস্যদের সমালোচনার মুখে অপর ইউপি সদস্য ও কিছু কর্মীদের আদায়ের দায়িত্ব দেন। কিন্তু ট্যাক্স আদায়ের কতটি বই তৈরি করেছেন তা সদস্যদেরকে জানানো হয়নি। ভিজিডি কর্মসূচী ২০২৩-২৪ বর্ষের ৩৬০ কার্ডের ব্যাপারে ইউপি সদস্যদেরকে নিয়ে মিটিং না করে চেয়ারম্যান নিজেই ভাগ করে দেন।

এর মধ্যে ২শ’ কার্ড ৯টি ওয়ার্ডে জনসংখ্যা অনুযায়ী, ১’শ কার্ড কর্মীদের মাঝে বন্টন করেন ও বাকী ৬০টি কার্ড মহিলা বিষয়ক অফিসে জমা রাখেন। এছাড়াও সরকারি খেজুর, পাউডার দুধ ও কম্বল বিতরনে ব্যাপক অনিয়ম করেন।

চেয়ারম্যান সাহেব মনগড়াভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন। চেয়ারম্যানের অযোগ্যতার কারনে এল জি এসপির ৩ লক্ষ ২১ হাজার টাকা ফেরত যাওয়ায় এলজিএসপির উন্নয়ন থেকে এলাকাটি বঞ্চিত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি ইউপি চেয়ারম্যানকে নীতিমালা অনুযায়ী কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.