সাংবাদি মো. নাজমুল হাসান নাহিদের ওপর হামলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) ভোরে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মান্নাননগরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গত ৪ জানুয়ারী সন্ধ্যার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানদানগর জামে মসজিদের সামনে সাংবাদিক নাজমুল হাসান নাহিদের ওপর হামলা চালান পুকুর ব্যবসায়ী নান্নু বাহিনী।
এতে নাজমুল গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই ঘটনায় শুক্রবার রাতে মামলা দায়ের করেন সাংবাদিক নাজমুল হাসান নাহিদ। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জেলাজুড়ে মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন সাংবাদিকরা।
সাংবাদিকদের দাবির মুখে মামলায় অভিযুক্ত নহর মোল্লা (২০), জুয়েল রানা (২৮), মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত নান্নও মোল্লা ও তার অন্যতম সহযোগী আল-আমিনকে এখানো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, অভিযুক্তরা এলাকার বাহিরে আত্মগোপন করায় গ্রেপ্তারে সময় লেগেছে। মূল অভিযুক্ত নান্নু মোল্লাকেও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।
Code Promo 1xBet. Click Here:? https://popvalais.ch/wp-includes/inc/?code-promo-1xbet-burkina-faso-78-000xof.html