The news is by your side.

৫৫ রানেই ভারতের ৩ উইকেট নাই

মেহেদী মিরাজের লাড়াকু শতকের বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান। সেই তাড়া করতে নেমে ৫৫ রানেই পড়েছে ভারতের ৩ উইকেট।

টপ ওয়ার্ডারের ভিড়াট কোহলির আউট বাংলাদেশকে জয়ের সুযোগ তৈরি করে দিয়েছে।

এরআগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং দেয় ভারত। খেলতে নেমে ৭০ রানের মধ্যে সাকিব, মুশফিসহ ৬জন ব্যাটসম্যান আউট হয়ে যান।

মাহমুদউল্লার সাথে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ১১০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরেন মাহমুদউল্লাহ। তবে থেমে যাননি মিরাজ। নাসুম আহমেদকে সাথে নিয়ে তাড়া করেন ভারতীয় বোলারদের।

যেখানে ৩০ ওভারের মধ্যেই গুটিয়ে যাওয়ার কথা। কিন্তু তা হয়নি। ক্রিকেট দেখিয়ে আরো একটি রেকর্ড জুটি।  ইনিংসের শেষ বলে শতরান করেন মিরাজ।

দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ২৭১ রান।

Leave A Reply

Your email address will not be published.