The news is by your side.

আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

সিরাজগঞ্জ সদরে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এই পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময় সিরাজগঞ্জ সদরের ৯ নং পৌর ওয়ার্ডের একডালা গ্রামের ধোপাবাড়ি এলাকার মোঃ হাবিবর শেখ বাড়িতে এ ঘটনা ঘটে।

মোঃ হাবিবর সেখ বলেন, সন্ধ্যায় হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়।দুইটি রুমে থাকা নগদ টাকা,স্বর্ণলংকার, আসবাবপত্র এবং ঘরসহ আনুমানিক ১০ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করছি।

সিরাজগঞ্জ ৯ নং পৌর কাউন্সিলর মোঃ তাজ উদ্দিন বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ।আমরা ক্ষতিগ্রস্থ্য পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য চেষ্টা করছি।

সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির প্রায় সব কিছুই পুড়ে গেছে। আমরা দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

5 Comments
  1. Anonymous says
  2. Anonymous says

    промокод на мелбет на бесплатную ставку. Click Here:? http://lynks.ru/geshi/php/?melbet_promokod_pri_registracii_2020.html

  3. Anonymous says

    промокод на бесплатную ставку melbet. Click Here:? http://lynks.ru/geshi/php/?melbet_promokod_pri_registracii_2020.html

  4. промокод на мелбет на первый депозит. Click Here:? http://lynks.ru/geshi/php/?melbet_promokod_pri_registracii_2020.html

  5. видео порно чат says

    лайв секс чат. Click Here:? http://rt.livepornosexchat.com/

Leave A Reply

Your email address will not be published.