নয়পল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৭ডিসেম্বর) বিকালে এসব নেতাদের আটক করে পুলিশ।
এরআগে আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে জড়ো হতে থাকে বিএনপির নেতা কর্মীরা।
একপর্যায়ে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মকবুল আহমেদ নামে এক ব্যক্তি নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া আরো ৫জন ভর্তি হয়েছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব রুহুল কবীর রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও খালেদা জিয়ার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে পুলিশ।