রবিবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার বাতাকান্দি বাজারে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে ও জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান মো.সামসুল হক সরকার, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকসর, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউছুফ চিসতি, সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান ভূঁইয়া, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ, জগতপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক মো.খাইরুল খন্দকার রুবেলসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।
কম্বল বিতরণ কালে প্রধান অতিথি সেলিমা আহমাদ মেরী বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের নজর দিতে হবে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি। মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ।
Code Promo 1xBet. Click Here:? https://popvalais.ch/wp-includes/inc/?code-promo-1xbet-burkina-faso-78-000xof.html