The news is by your side.

ডেঙ্গুতে এক দিনে প্রাণহানি ৪, শনাক্ত ৬৭৭

ডেঙ্গুতে এক দিনে প্রাণহানি ৪, শনাক্ত ৬৭৭ ।

ডেঙ্গুতে এক দিনে প্রাণহানি ৪, শনাক্ত ৬৭৭
ডেঙ্গুতে এক দিনে প্রাণহানি ৪, শনাক্ত ৬৭৭

আজ মঙ্গলবার (১১/১০/২০২০ খ্রি.) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এতে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৪ জন প্রাণ হারালেন।

এ সময়ের মধ্যে ৬৭৭ জন নতুন রোগী শনাক্তও হয়েছে।

এ তথ্য জানা গেছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সরকার প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি – ১১ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ হাজার ৮৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, চিকিৎসা শেষ করে মোট ১৯ হাজার ৩০৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। তার মধ্যে ১৪ হাজার ৪৮০ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪ হাজার ৮২৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা বলেও বিশেষ সূত্রে অবগত হওয়া গেছে। সূত্র : ইউএনবি

গণগবেষণা : ক্ষমতাহীন মানুষের ক্ষমতালাভের পথ

Leave A Reply

Your email address will not be published.